হাসনান হোসেন তানিম
সংবর্ধিতছদাহার কৃতি শিক্ষার্থী হাসনান হোসেন তানিম।ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ সহ কৃতিত্বের সাথে ২২ সালে এসএসসি-তে উত্তীর্ণ হয়। বর্তমানে ওমর গণি এম.ই.এস. কলেজে অধ্যয়নরত । তার পিতার নাম জনাব শফিকুর রহমান এবং মাতা জনাবা হোসনে আরা বেগম। ছবি সম্পাদনায় তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। অবসর পেলেই ছবি সম্পাদনায় সময় দেন, স্বপ্ন তাঁর চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়া।
তাঁর জন্য অনেক শুভ কামনা।