মিফতাহুল জান্নাত ইমা
সংবর্ধিত

ছদাহার কৃতি শিক্ষার্থী মিফতাহুল জান্নাত ইমা।  আশশেফা স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে জিপিএ - পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বর্তমান অধ্যয়নরত আছেন এনায়েত বাজার চট্টগ্রাম মহিলা কলেজে।  তাঁর ইচ্ছে, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে সবার মাঝে আজীবন বেঁচে থাকা। সেজন্য নিজেকে একজন ভালো ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিত করতে চান। তবে তাঁর পছন্দের বিষয় ইংরেজি। 

তাঁর জন্য অনেক শুভ কামনা।