মিসবাহ উদ্দিন
সংবর্ধিত

ছদাহার কৃতি শিক্ষার্থী বইপ্রেমী মিসবাহ উদ্দিন , এসএসসি- ২২ ব্যাচ এর একজন ছাত্র।  মাইজ পাড়ার  জনাব জিয়াবুল হোসাঈন এবং জনাবা তসলিমা আক্তার দম্পতির সন্তান।  ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয় থেকে (বিজ্ঞান বিভাগ) জিপিএ- সহ কৃতিত্বের সাথে  এসএসসি-তে উত্তীর্ণ হয়েছেন। মিসবাহ বর্তমানে  সাতকানিয়া সরকারি কলেজে  অধ্যয়নরত অবসরে বই পড়তে ভীষণ ভালোবাসেন। সে ভবিষ্যতে  একজন প্রকৌশলী  হতে চায়।  

 

তাঁর জন্য অনেক শুভ কামনা।