মোহাম্মদ আব্দুল্লাহ আল রুমান
সংবর্ধিতছদাহার কৃতি শিক্ষার্থী জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল রুমান। ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয় থেকে (বিজ্ঞান বিভাগ) জিপিএ- ৫ সহ অসাধারণ কৃতিত্বের সাথে এসএসসি-তে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে অধ্যয়নরত আছেন সাতকানিয়া সরকারি কলেজে। পড়াশোনার পাশাপাশি খন্ডকালীন শিক্ষক হিসাবে কর্মরত আছেন শাহ আমানত একাডেমিতে। এছাড়া স্বেচ্ছাসেবায় কাজ করছেন বইবন্ধু হিসাবে। তাঁর বাড়ি ২ নং ওয়ার্ডের ফজুর পাড়ায়,জনাব মাহাবুবুর রহমান এবং জনাবা রাজিয়া সোলতানা দম্পতির সন্তান। রুমান নিজেকে একজন ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়।