মুসাইদুল ইসলাম মারুফ
সংবর্ধিত

ছদাহার কৃতি শিক্ষার্থী জনাব মুসাইদুল ইসলাম মারুফ, জনাব মোহাম্মদ শফি এবং  জনাবা নার্গিস সোলতানা নিপা দম্পতির সন্তান।  ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ সহ কৃতিত্বের সাথে ২০২২ সালে এসএসসি-তে উত্তীর্ণ হয়। বর্তমানে সাতকানিয়া সরকারি কলেজে অধ্যয়নরত আছেন। পড়াশোনার বাইরে ঘুরতে ভীষণ ভালোবাসেন। মারুফের স্বপ্ন  ডাক্তার হওয়া। যাতে করে মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে পারেন।