আবদুল্লাহ আল মাহির
সংবর্ধিত

ছদাহার কৃতি শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহির। পশ্চিম আফজল নগরের সাবেক ইউপি সদস্য শিক্ষক জনাব মফিজুর রহমানের সন্তান। পড়াশোনার হাতেখড়ি পটিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।  ১ম শ্রেণি থেকে দশম শ্রেণিক্লাস রোলে সবসময়ই ছিলেন ১। অনেক বৃত্তি পেয়েছেন। ২০২২ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেছেন। বর্তমানে হাজেরা তজু ডিগ্রী কলেজে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিকে ভর্তি আছেন।  প্রিয় শখ অবসরে বই পড়া। মাহির  ভবিষতে ডাক্তার হতে চান।