ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাদাত হোসাইন
কনসালটেন্টইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাদাত হোসাইন। ১১ বছর ধরে শিক্ষকতা করছেন দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। মেধা ও যোগ্যতায় অল্প সময়ে পেয়েছেন বিভাগীয় প্রধান হিসাবে পদোন্নতি।
শাহাদাত গবেষণা ও লেখালেখি করেন নিয়মিত, ইতিমধ্যে ELSEVIER, IEEE সহ বিভিন্ন আন্তর্জাতিক সায়েন্স জার্নালে ২০টির ও অধিক গবেষণাপত্র রয়েছে। গবেষণা বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্দেশ্যে ভ্রমণ করেছেন মালেশিয়া ও ভারত।
"প্রয়াস" সহ কাজ করছেন বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হিসাবে। তাছাড়া তিনি বাংলাদেশের প্রকৌশলীদের সংগঠন "ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ" (আইইবি) এর একজন সক্রিয় সদস্য। এছাড়াও তিনি নগরীর স্বনামধন্য ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের এলামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটির সহ সম্পাদক এবং সেন্ট প্লাসিডস হাই স্কুলের এর "ওল্ড প্লাসিডিয়ানস এসোসিয়েশন" এর সদস্য।
শাহাদাত ছাত্রজীবনের প্রতিটি ধাপে রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। ২০০০ সালে প্রাইমারি সরকারি বৃত্তি পরীক্ষায় চট্টগ্রামের সেন্ট প্ল্যাসিডস উচ্চ বিদ্যালয় থেকে কোতোয়ালী থানায় ট্যালেন্টপুলে প্রথম স্থান অধিকার করেন। পরে ভর্তি হন নগরীর ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজে। ৮ম শ্রেণীতে ও সরকারি বৃত্তি লাভ করেন। সেখান থেকে ২০০৬ সালে গোল্ডেন জিপিএ - ৫ পেয়ে মাধ্যমিক এবং ২০০৮ সালে গোল্ডেন জিপিএ -৫ পেয়ে উচ্চ মাধ্যমিক শেষ করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতিত্বের সাথে উত্তীর্ণের স্বীকৃতিস্বরূপ লাভ করেন বোর্ড বৃত্তি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরো চট্টগ্রাম বোর্ডে ১৩তম হওয়ার কৃতিত্ব লাভ করেন।
পরবর্তীতে ৫৭টি মুসলিম দেশের সংগঠন 'ওআইসি'র তত্ত্বাবধানে গাজীপুরে প্রতিষ্ঠিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে ওআইসি স্কলারশিপ পেয়ে পড়াশোনার সুযোগ লাভ করেন। আইইউটি থেকে ২০১২ সালে ফার্স্ট ক্লাস অনার্স সহ বিএসসি ডিগ্রী, পরবর্তীতে আবারো ফার্স্ট ক্লাস অনার্স সহ এমএসসি ডিগ্রী লাভ করেন।
উল্লেখ্য : মোহাম্মদ শাহাদাত হোসাইন এর বাড়ি ৬ নং ওয়ার্ডের অন্তর্গত কামাল চেয়ারম্যান বাড়িতে। পিতার নাম মাহবুবুর রহমান। শাহাদাত ছদাহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব কামাল উদ্দিন চেয়ারম্যান এবং ফুলকলির সাবেক ডিরেক্টর এবং সমাজসেবক মরহুম আলহাজ্ব শামসুল ইসলামের ভাতিজা। শাহাদাতের বড় ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল হোসাইন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি লাভ করে বর্তমানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও শাহাদাতের ছোট ভাই ড: মোহাম্মদ ইফতেখার হোসাইন এমবিবিএস ডিগ্রি অর্জন করে বর্তমানে চিকিৎসক হিসেবে কর্মরত।