তানভীরুল ইসলাম মানসিফ
সংবর্ধিতছদাহার আফজল নগরের কৃতি শিক্ষার্থী জনাব তানভীরুল ইসলাম মানসিফ। মানসিফ এসএসসি ২০২২ ব্যাচ এর একজন ছাত্র। ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ- ৫ সহ কৃতিত্বের সাথে ২০২২ সালে এসএসসি-তে উত্তীর্ণ হয়। বর্তমানে সে ওমর গণি এম.ই.এস. কলেজে অধ্যয়নরত আছে। তার পিতা জনাব মোহাম্মদ শফি এবং মাতা জনাবা নার্গিস সোলতানা নিপা। তার স্বপ্ন বড় হয়ে ডাক্তার হওয়া এবং গ্রামের গরিব-দুঃখী মানুষের সেবা করা। সে অবসরে বিভিন্ন জায়গায় ঘুরে-বেড়াতে পছন্দ করে।
তাঁর জন্য অনেক শুভ কামনা।