আলী আকবর বাহাদুর
সংবর্ধিত

ছদাহার কৃতি শিক্ষার্থী আলী আকবর বাহাদুর। নং ওয়ার্ডের অন্তর্গত মাওলানা ছগির শাহ (রাহঃ) পাড়ায় বাড়ি। বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে জিপিএ- পেয়ে দাখিলে  উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে আলিমে অধ্যয়নরত। পড়াশোনা প্রসঙ্গে বলেন, " মেডিকেল সায়েন্স নিয়ে উচ্চতর পড়াশোনা করার আগ্রহ রয়েছে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। যাতে করে মহান রব আমার সকল লক্ষ্য পূরণের তওফিক দান করেন, আমিন"

তাঁর সব স্বপ্ন পূরণ হোক। অনেক শুভ কামনা।