এশফাকুর রহমান
সংবর্ধিতছদাহার কৃতি শিক্ষার্থী এশফাকুর রহমান। ছদাহা জানার পাড়া জনাব মাহবুবুর রহমানের পুত্র। সে নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে শেষ এসএসসি করেন। বর্তমানে হাজেরা তজু ডিগ্রী কলেজে অধ্যায়নরত আছেন। এশফাক নিজেকে ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিত ও মানুষের সেবা করতে চায়।
তার জন্য শুভকামনা