মুহাম্মদ আরাফাত হোসেন
সংবর্ধিত

ছদাহার কৃতি শিক্ষার্থী মুহাম্মদ আরাফাত হোসেন।   উত্তর ছদাহার বাসিন্দা জনাব জাফর আহমেদ এর ছেলে। তিনি পটিয়া  পি.কে ছাবেরিয়া খলিলীয়া ইসলামিয়া সু্ন্নিয়া মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫  পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তাঁর স্বপ্ন এবং প্রবল ইচ্ছা তিনি ভবিষ্যতে একজন আরবি প্রভাষক হয়ে পর্যায়ক্রমে উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ পদে আসীন হয়ে দেশ ও জাতির খেদমত  করবেন।

তাঁর জন্য অসংখ্য শুভ কামনা রইল।