তাবরিয়া ইফনাত ইফা
সংবর্ধিতউত্তর ছদাহার কৃতি শিক্ষার্থী তাবরিয়া ইফনাত ইফা। উত্তর ছদাহার বিশিষ্ট ব্যবসায়ী জনাব নূর হোসাইনের মেয়ে। বায়তুল ইজ্জত বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেছেন। সাতকানিয়া সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ভর্তি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন ।