সজিব ফরিদ
সংবর্ধিতছদাহার মেধাবী মুখ সজিব ফরিদ। ছদাহার বিশিষ্ট শিক্ষানুরাগী রোয়াজির পাড়ার মরহুম কবির আহমেদ সওদাগরের নাতি, তাঁর বাবার নাম ফরিদ আহমেদ। ছদাহার বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব এমএ ইসহাক সাহেব ও রাজনীতিবিদ চেয়ারম্যান প্রার্থী জনাব রফিক মাহমুদের ভাতিজা। সজিব হাজেরা তজু ডিগ্রি কলেজ থেকে জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এর আগে এসএসসি পরীক্ষায় ও জিপিএ পাঁচ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তাঁর স্বপ্ন নেভী অফিসার হওয়া।
তাঁর জন্য অনেক শুভ কামনা।