জান্নাতুল মাওয়া জেবিন
সংবর্ধিতছদাহার অদম্য মেধাবী মুখ জান্নাতুল মাওয়া জেবিন। উত্তর ছদাহা আশাইর পাড়ার জনাব মোহাম্মদ কামাল উদ্দিনের মেয়ে। বায়তুল ইজ্জত বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। সাতকানিয়া সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে জিপিএ -৫ পেয়ে এইচএসসি পাস করেন। তাঁর স্বপ্ন একজন অনুকরণীয় শিক্ষক হওয়া। এই প্রসঙ্গে বলেছেন, " প্রতিটি মানুষ নিজের উদ্দেশ্যে তথা জীবনের লক্ষ্য নিজের মন-মানসিকতা দ্বারায় পরিচালিত হয়ে থাকে। আমি শিক্ষকতা পেশা হিসেবে অনুসরণ করতে আগ্রহী, কেননা এটি রুচিমূলক ভূমিকা পালন করে। একজন শিক্ষক তার ছাত্রকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে যা তার জীবনে গঠনের সাহায্য করে থাকে এই দিক থেকে শিক্ষকতা পেশা আমাকে অনুপ্রাণিত করে "। জেবিন বর্তমানে সাতকানিয়া সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছেন।
তাঁর স্বপ্ন পূরণ হোক, অনেক শুভ কামনা।