শাহেদুল ইসলাম শাওন
সংবর্ধিতছদাহা ফজুর পাড়ার কৃতি শিক্ষার্থী শাহেদুল ইসলাম শাওন। প্রবাসী জনাব সেলিম উদ্দিনের বড় সন্তান। বায়তুল ইজ্জত বর্ডার গার্ড থেকে এসএসসি কৃতিত্বের সাথে পাস করেছেন। পরবর্তীতে ভর্তি হয়েছেন হাজেরা তজু ডিগ্রি কলেজে। উক্ত কলেজ থেকেই অসাধারণ কৃতিত্বের সাথে গোল্ডেন জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বিজ্ঞান বিভাগেই পড়াশোনা করেছেন, স্বপ্ন তাঁর ডাক্তার হবেন। তাঁর কথায়, "
আমার বায়োলজি বিষয় টার প্রতি সবসময় একটা আলাদা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগা থেকেই আমার নিজেকে একজন ডাক্তার হিসেবে গড়ে তোলার খুবই ইচ্ছা। আমি নিজেকে একজন ভালো ডাক্তার হিসেবে গড়ে তুলতে চাই এবং আমার গ্রামের মানুষদের পাশে নিজেকে নিয়োজিত করতে চাই। "
তাঁর স্বপ্ন পূরণ হোক, অনেক শুভ কামনা।