উম্মে হাফছা
সংবর্ধিত

ছদাহার অদম্য  মেধাবী উম্মে হাফছা। ছদাহা নাম্বার ওয়ার্ডের অন্তর্গত বিছিন্যা পাড়ার মৃত মোহাম্মদ আজিজুল হকের মেয়ে।  ছদাহা মোহাম্মদীয়া খাইরিয়া আলিম মাদ্রাসা থেকে আলিমে অসাধারণ কৃতিত্বের সাথে জিপিএ- পেয়ে উত্তীর্ণ হয়েছেন।  একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাখিল পাস করেন।  দক্ষতা হিসাবে তাঁর  রয়েছে ছবি আঁকার অসাধারণ প্রতিভা। তাঁর স্বপ্ন, মানুষের সেবা করা। সেজন্য  নার্সিং ডিপ্লোমা করে  কর্মজীবনে পদার্পণের পরিকল্পনা রয়েছে।

 

তাঁর জন্য অনেক শুভ কামনা।