নাওশিন নওয়ার
সংবর্ধিতছদাহার কৃতি শিক্ষার্থী নাওশিন নওয়ার।কাজীর খীলের জনাব মাওলানা মোহাম্মদ ইদ্রিস এর মেয়ে। কাঞ্চনা আনওয়ারুল উলুম আলিম মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে দাখিল সম্পন্ন করেন। তার ইচ্ছে একজন আদর্শ নাগরিক হওয়া,দেশের জন্য কিছু করা। নওশিন বই পড়তে খুব পছন্দ করে।
তাঁর জন্য অনেক অনেক শুভকামনা।