অপি দাশ গুপ্তা
সংবর্ধিতছদাহার কৃতি শিক্ষার্থী অপি দাশ গুপ্ত। তার বাড়ি ছদাহার অন্তর্গত ৭ নাম্বার ওয়ার্ডের হিন্দু পাড়ায়, বাবার নাম আশিস দাশ গুপ্ত। অপি সাতকানিয়া সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে এইসএসসি সম্পন্ন করেন। সে ড্রয়িং করতে ভীষণ পছন্দ করে। এইসএসিতে পড়া অবস্থায় তার পছন্দের বিষয় হয়ে উঠে অ্যাকাউন্টিং আর ফিন্যান্স,এই বিষয়গুলোতে তার অনেক দক্ষতা রয়েছে। তার জীবনের লক্ষ ও স্বপ্ন একজন ব্যাংকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।