হানিফা খানম মুকারামা
সংবর্ধিতছদাহার কৃতি শিক্ষার্থী হানিফা খানম মুকারামা। তিনি ৩ নং ওয়ার্ডের অন্তর্গত মওলানা ছগীর শাহ (র) পাড়ার মোঃ রাশেদের ভাগ্নি। মোহাম্মদীয়া খাইরিয়া মাদ্রাসা থেকে জিপিএ ৫ পেয়ে বর্তমানে সরকারি কমার্স কলেজে ইংরেজি বিভাগে অধ্যায়নরত আছেন। তার স্বপ্ন, বিসিএস ক্যাডার হওয়া। যার মাধ্যমে অনেক মানুষের সেবা করতে পারেন। পড়াশোনার পাশাপাশি সুযোগ পেলেই ছবি আঁকেন।
তাঁর জন্য শুভকামনা।