সামিয়া ইয়াসমিন
সংবর্ধিতছদাহার কৃতি শিক্ষার্থী সামিয়া ইয়াসমিন। সে ছোট ঢেমসার কামাল চেয়ারম্যান বাড়ির কামাল চেয়ারম্যান এর ছোট ভাই জনাব মোহাম্মদ ইব্রাহিম এর ছোট মেয়ে। সামিয়া করইয়ানগর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সাতকানিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়ে সম্পন্ন করেন। পড়ালেখার পাশাপাশি তার সেলাই কাজ করেন। এই কাজে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। তার স্বপ্ন সে একজন আদর্শ শিক্ষক হবেন। এরই মাধ্যমে সমাজ গঠন ও রাষ্টের শিক্ষা খাতে অবদান রাখতে চান। তাঁর স্বপ্ন পূরণ হোক।
তাঁর জন্য অনেক অনেক শুভকামনা।