সাদিয়া মাসরুরা
সংবর্ধিত

ছদাহা কাজী বাড়ির কৃতি শিক্ষার্থী সাদিয়া মাসরুরা। তার বাবার নাম জনাব নুরুল আলম। সাদিয়া ছদাহা মোহম্মদীয় খাইরিয়া আলিম মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে আলিম সম্পন্ন করেন। বর্তমানে গারংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নরত। সাদিয়া ভালো সেলাই কাজ পারেন। তার স্বপ্ন একজন শিক্ষিকা হওয়া। তাঁর স্বপ্ন পূরণ হোক। 

তাঁর জন্য অনেক শুভকামনা।