সাদিয়া ফারজানা আনিকা
সংবর্ধিতছদাহা ফজুর পাড়ার সাদিয়া ফারজানা আনিকা। জনাব এমডি নুরুল আবছারের মেয়ে। আনিকা ছোটবেলা থেকেই চটপটে স্বভাবের। সুযোগ পেলেই আঁকাআঁকি করতে ভালোবাসেন। বায়তুল ইজ্জত বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেছেন। এরপরে শহরে সপরিবারে পাড়ি জমান। চট্টগ্রাম মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তাঁর স্বপ্ন ডাক্তার হওয়া। স্বপ্নের পথে দুরন্ত গতিতে ছুটে চলেছেন।
তাঁর সব স্বপ্ন সত্যি হোক। অনেক শুভ কামনা।