সাইমুন হাকিম ইফতি
সংবর্ধিত

উত্তর ছদাহা আশাইর পাড়ার কৃতি শিক্ষার্থী সাইমুন হাকিম ইফতি। বিশিষ্ট রাজনীতিবিদ বনফুল এন্ড কোঃ এর উচ্চ পদস্থ কর্মকর্তা জনাব লোকমান হাকিমের সন্তান। ইফতি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে অসাধারণ কৃতিত্বের সাথে গোল্ডেন জিপিএ- পেয়ে উত্তীর্ণ হয়েছেন। উচ্চ মাধ্যমিক পড়া অবস্থায় তার পছন্দের বিষয় হয়ে উঠে ম্যাথ আর ফিজিক্স। সেই পছন্দ প্রেক্ষিতে তার স্বপ্ন বাইরের দেশের নামকরা কোন বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়া। সেই অনুযায়ী প্রস্তুতিও সম্পন্ন করছেন। তার ইচ্ছে কর্মজীবনে  স্বনামধন্য  কোন জায়ান্ট কোম্পানিতে চাকরি করা, যেমন- আইবিএম, অ্যাপলগুগল, মেটা কিংবা মাইক্রোসফট। ইফতির আকাশ ছোঁয়ার  স্বপ্ন পূরণ হোক।

অনেক অনেক শুভকামনা।