শেখ সাদী
সংবর্ধিতছদাহার কৃতি শিক্ষার্থী শেখ সাদী। রোয়াজির পাড়ার জনাব জাহাঙ্গীর আলমের সন্তান। সাতকানিয়া সরকারি কলেজ থেকে জিপিএ -৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। স্বপ্ন তাঁর বিসিএস ক্যাডার হওয়া। এই প্রসঙ্গে বলেছেন, " সর্বপ্রথম সুশিক্ষিত হতে চাই। হালাল কোনো পেশায় নিজেকে সম্পৃক্ত করে যে অবস্থানেই থাকিনা কেনো, মানুষের সার্বিক কল্যাণে কাজ করতে চাই। তবে শিক্ষাজীবনে বিসিএস কমপ্লিট করার লক্ষ্য আছে।"
তাঁর জন্য অনেক শুভ কামনা।