মুহাম্মদ আবু হানিফা আল নোমান
সংবর্ধিত

ছদাহা বিছিন্যা পাড়া মাওলানা রেজাউল করিম হুজুরের মেজ ছেলে মুহাম্মদ আবু হানিফা আল নোমান।  আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম এবং দাখিল দুটি পরীক্ষাতেই  কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাঁর ইচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেকোন একটি সাবজেক্ট নিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা করা। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সে মাদ্রাসায় কামিল সম্পন্ন করতে আগ্রহী। সেই লক্ষ্যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া  মাদরাসাতে ভর্তি হয়েছেন। নোমান  সবার কাছে দোয়া প্রার্থী।  তার এই পথ চলাটা যাতে সহজ হয় এবং মানুষের কল্যাণে আসে।