ইসরাত জাহান মনিকা
সংবর্ধিতকৃতি শিক্ষার্থী ইসরাত জাহান মনিকা । তিনি ছোট ঢেমশার জনাব এমডি আব্দুল মাবুদের কন্যা। বাকলিয়া সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি শেষ করেছেন। তিনি একাউন্টিং নিয়ে একাডেমিক পড়াশোনা সমাপ্তি করতে চাই। তার স্বপ্ন বাংলাদেশ ব্যাংকে চাকরি করা। মনিকা প্রতিষ্ঠিত হওয়ার পর অসহায় মানুষের সেবা করে পাশে দাঁড়াতে চায়।